কলারোয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবাসহ দুইজনকে পিটিয়ে আহত

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা মহিলাসহ দুইজনকে পিটিয়ে জখম করেছে ৪ বখাটে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় কলারোয়া থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার কেরালকাতা ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা বিধবা মহিলা (৪০) সরকারী ভাবে একটি কক্ষ বরাদ্ধ দিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। কিন্তু তার পাশের রুম বরাদ্ধ নিয়ে বখাটে লিটন হোসেন ও সুলতান হোসেন থাকে। এর মধ্যে ওই দুই বখাটে প্রায় সময় বিধবা মহিলাকে একা পেয়ে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে তিনি তাদের কথায় রাজি হয়নি। শুক্রবার বেলা দেড়টার দিকে বখাটে সুলতান বিধবা মহিলার ঘরে ঢুকে শরীরের স্পর্শকতার স্থানে হাত দেয়ার চেষ্টা করে। এতে প্রতিবাদ করাতে ওই বখাটে যুবক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এ সময় নিজ বাঁচার জন্য ডাক চিৎকার করলে পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে সে মজা দেখাইবার হুমকি দিয়ে চলে যায়। পরে বেলা ৩ টার দিকে লিটন, সুলতান, মিঠু, টিটু দলবদ্ধ হয়ে আশ্রায়ন প্রকল্পে গিয়ে বিধবা মহিলাকে দেখে গালি গালাজ শুরু করে। এতে প্রতিবাদ করায় ওই বিধবা মহিলাকে তারা ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। সংবাদ পেয়ে তার ভাই মিন্টু রহমান আহত বোনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ধরে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে মাথা ফাটিয়ে দিয়ে চলে যায়। পরে পাশ^বর্তী লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় আহত মিন্টু বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।