যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি মুন্নার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, থানায় জিডি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি মো. এহসানুল হক মুন্নার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে একটি চক্র। শুধু তাই নয়, ভুয়া ওই অ্যাকাউন্টে তার অসুস্থতার কথা বলে আর্থিক সাহায্যও চাওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি শনিবার কোতয়ালি থানায় একটি জিডি করেছেন।
শহরের লালদিঘির পূর্বপাড়ের বাসিন্দা মো. এহসানুল হক মুন্না জিডিতে (নং-৫৩) উল্লেখ করেছেন, বর্তমান তথ্য প্রযুক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন ওয়েবসাইটে তার কোন অ্যাকাউন্ট নেই। কিন্তু তিনি জানতে পেরেছেন তার নাম এবং ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। ওই অ্যাকাউন্টে তার অসুস্থতা এবং আর্থিক সংকটের কথা প্রচার করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে। এতে তার এবং পরিবারের সদস্যদের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে। ফলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জিডিতে দাবি জানিয়েছেন।