মহামারিতে চাল ডাল চুরি করোনা ভাইরাসের মত দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে- মঞ্জু

0

এই মহামারিতে চাল ডাল চুরি করোনা ভাইরাসের মত দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এই চোর ও করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সকলে আরো সচেতন হকে হবে। যারা হতদরিদ্র মানুষদের অধিকার থেকে বঞ্চিত করছে, তাদের মুখের খাবার চুরি করছে, তারা মানুষ নয়। মানুষ নামের ইতর, নিকৃষ্ট প্রাণী। আজ মানুষ ক্ষুধার জ্বালায় ছুটে চলেছে, তাদের মধ্যে কোন লকডাউন, বাঁধা ধরে রাখতে পারছে না। চারিদিকে শুধু হাহাকার। দু’মুঠো ভাতের জন্য মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্ত মানুষের চোঁখেমুখে যন্ত্রণার ছাপ। বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে মানব ধর্মে উজ্জীবিত হয়ে সব ভেদাভেদ ভুলে এ মহাসংকট উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এই সংকটময় মুহুর্তে দল, মত, জাতী, ধর্ম, বণ্য নির্বিশেষে সকলকে সমাজের ক্ষুধার্থ পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই দুর্যোগময় সময় সম্মিলিত প্রচেষ্টায় সকলের সাহায্যের জন্য এগিয়ে আসাই হবে আমাদের মুল লক্ষ্য।
গতকাল শনিবার দুপুর ২টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার ২৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে নতুন বাজার ব্যাংক গলি এলাকার গৃহবন্ধি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকাল উপরোক্ত কথাগুলো বলেন নগর বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, বদরুল আনাম, মেজবাহ উদ্দিন মিজু, জাহাঙ্গীর হোসেন, শরিফুল জোয়াদ্দার, জাহাঙ্গীর কবির, একেএম মাহবুব আলম, এনামুল হক মিলন, মন্টু সেলিম প্রমুখ।
১মে বিকেল সাড়ে ৪টার দিকে নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার ২৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ও বিএনপি নেতা মাসুদ খান বাদলের সার্বিক সহযোগিতায় প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে মিয়াপাড়া পাইপের মোড় এলাকার গৃহবন্ধি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন ইউসুফ হারুন মজনু, ইশহাক তালুকদার, জিএম রফিকুল হাসান, ডা. ফারুক হুসাইন, ফরিদুল হক, শাহাবুদ্দিন আহমেদ, কালাম হোসেন, সাকিব হোসেন, রাফিউল হোসেন, ইদ্রিস আলি, শুকুর আলি, জুয়েল প্রমুখ। পরে বিকেল ৫টার দিকে নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ও ওয়ার্ড বিএনপি নেতা হেদায়েৎ হোসেন হেদু’র সার্বিক সহযোগিতায় প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে শেখ সরোয়ার আলি লেনের দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান আরজু, শেখ মহিউদ্দিন, শামীম রহমান, শরিফুল ইসলাম সাগর, ইমরান হোসেন, ওহেদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, মো. দিহান প্রমুখ।