চৌগাছায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চৌগাছা উপজেলায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত লায়লাতুল জান্নাত (৩২) উপজেলার তিলকপুর গ্রামের এনামুল কবির ওরফে ইসমাইলের স্ত্রী।  গৃহবধূর ভাই নড়াইল জেলার মহিষখোলা গ্রামের অ্যাড. শেখ তৈয়ব আলীর পুত্র আলীমুজ্জামান জানান, এনামুল কবীর কারণে-অকারণে প্রায়ই তার বোনের ওপর নির্যাতন চালাতো। শুক্রবার নির্যাতনের এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়। ওইদিন দুুপুরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোন উন্নতি না হওয়ায় শনিবার ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পথে মারা যান লায়লাতুল জান্নাত। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তবে স্বামী পক্ষ বলছে, পারিবারিক গোলযোগে জান্নাত কীটনাশক পানে আত্মহত্যা করেছে। তার দুটি ছেলে রয়েছে।