মহান মে দিবসে ট্রেড ইউনিয়ন সংঘের এগিয়ে যাওয়ার ঘোষণা

0

শ্রমিক শ্রেণীর রক্তঝরা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের মহিমায় মহিমান্বিত সংগ্রামের প্রতীক হচ্ছে পহেলা মে ‘মহান মে দিবস’। শ্রেণী বিভক্ত সমাজে রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণিকে অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিক শ্রেণির ছোট বড় বিচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত আন্দোলন যূথবদ্ধ ও সংগঠিত রূপের আন্দোলনের সূচনা ঘটে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সমাবেশের মাধ্যমে। আজ জাতীয় ও আন্তর্জাতিক েেত্র বিরাজমান মহামারী মহাদুর্যোগ এবং আগত মহাদুর্ভি থেকে সমগ্র মানবজাতিকে বাঁচানোর লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে শ্রমিক শ্রেণিকে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এবারের মহান মে দিবসে ঘোষণা করছে-শ্রমিক শ্রেণির নেতৃত্বে সকল দুর্যোগ ও দুর্ভোগ লাঘবে আমরা সমস্ত শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দৃঢ় পদেেপ অর্জিত অধিকার রা ও নতুন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবোই যাবো। পথ যতই আঁকাবাঁকা হোক, শ্রমিক শ্রেণির জয় অনিবার্য। জয় হোক মেহনতি মানুষের, দুনিয়ার মজদুর এক হও। বিজ্ঞপ্তি