এবার লন্ডনে আটকে পড়াদের উদ্ধারে বিমানের স্পেশাল ফ্লাইট

0

লোকসমাজ ডেস্ক॥ বৃটেনে বেড়াতে কিংবা পড়াশোনায় গিয়ে করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা অবশেষে ফিরতে পারছেন! বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইটে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। সেগুনবাগিচা জানিয়েছে, বাংলাদেশ এয়ার ফোর্সের সঙ্গে মিলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রায় শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য এরইমধ্যে রেজিস্ট্রেশন করেছেন। ফ্লাইটটি ১০ই মে নাগাদ অপারেশনাল হতে পারে এমনটি জানিয়ে সরকারী এক কর্মকর্তা রাতে মানবজমিনকে বলেন, মিশন ধারণা করছে সর্বোচ্চ ১৮০-২০০ বাংলাদেশি লন্ডন থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন হয়তো। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়্যাল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়- বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭) আটকে পড়া বৃটিশ-বাংলাদেশী নাগরিকদের আনা-নেয়ার জন্য পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একটি লিংক দিয়ে নোটিশে আগ্রহী যাত্রীগণকে সংযুক্ত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে অনুরোধ করা হয়। উল্লেখ্য, ঢাকায় আটকে পড়া কয়েক হাজার বৃটিশ নাগরিককে উদ্ধারে দেশটির সরকার বৃটিশ এয়ারওয়েজের ৯টি ফ্লাইট পরিচালনা করছে। বিশেষ ওই ফ্লাইটগুলো লন্ডন থেকে খালি আসছে। বাংলাদেশ মিশন চেষ্টা করেছিল কোন একটা ফ্লাইটে উপযুক্ত ভাড়ায় বাংলাদেশিদের পাঠাতে। কিন্তু বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস তাতে রাজি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইটে তাদের ফেরানোর সিদ্ধান্ত হয়।