শাওমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

    0

    লোকসমাজ ডেস্ক॥ শাওমি হ্যান্ডসেটের ব্যক্তিগত তথ্যগুলো অগোচরে হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি, এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের।
    একটি নিরাপত্তা গবেষণার প্রতিবেদনের বরাত দিয়ে শাওমির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছে ফোর্বস। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের ব্রাউজিং তথ্য ও হ্যান্ডসেটে যেসব ফাইল ওপেন করা হয়, তা সংগ্রহ করে থাকে শাওমি।
    তবে ফোর্বসের প্রতিবেদনকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছে শাওমি। চীনা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। একই সঙ্গে তথ্য-নিরাপত্তা সংশ্লিষ্ট আইন অনুসরন করি।’
    স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যবহারকারীদের কিছু তথ্য অ্যালাও অপশনের মাধ্যমে নিয়ে থাকে। আর এর জন্য নির্মাতারা কারণ দেখান, ব্যবহারকারীদের সচরাচর ব্যবহার সম্পর্কে জানলে পরবর্তীতে আরো ব্যবহারবান্ধব সেবা দেয়া যাবে।