নেইমার-এমবাপেদের পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের কারণে ফ্রেন্স লিগ ওয়ানের চলতি মৌসুম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঘোষণা দেন যে দেশের কোনো ক্রীড়া ইভেন্ট সেপ্টেম্বরের আগে মাঠে গড়ানো সম্ভব নয়। সে কারণে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর মার্সেলিকে রানার্স-আপ। আগামী বছর তারা সরাসরি উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলবে। তৃতীয় স্থানে থাকা স্টাডে রেনেস খেলবে ইউরোপ সেরা প্রতিযোগিতার বাছাইপর্বে। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী তৌলোসে ও এসসি অ্যামিয়েন্স রেলিগেশন প্রাপ্ত হয়ে লিগ-২ তে নেমে গেছে। আর লরিয়েন্ট ও লেন্সকে লিগ ওয়ানের উত্তীর্ণ হয়েছে। করোনার কারণে লিগ বদ্ধ হওয়ার আগে ২৭ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ছিল ৬৮ পয়েন্ট। ২৮ ম্যাচ থেকে মার্সেলির সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট। ১১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতে নিলো পিএসজি।