কাঁচা আমের সস

0

লোকসমাজ ডেস্ক॥ বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। ফলে দামও কিছুটা কম থাকে। এ অবস্থায় কাঁচা আম দিয়ে মজাদার সস তৈরি করে ফেলতে পারবেন চাইলেই।
দেখে নিন কিভাবে কাঁচা আমের সস তৈরি করবেন।
যা যা লাগবে
কাঁচা আম- ১ কেজি, সাদা ভিনেগার- আধা কাপ, লবণ- পরিমাণমতো, শুকনা মরিচ- কয়েকটি, রসুন- ৪ কোয়া, চিনি- পরিমাণমতো, সবুজ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)।
যেভাবে তৈরি করবেন
কাঁচা আমাদের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিন। ছোট টুকরা করে কাটুন। আড়াই কাপ পানি ও ভিনেগার দিন। লবণ, রসুন ও শুকনা মরিচ দিয়ে নেড়ে একটি হাঁড়িতে নিয়ে নিন উপকরণগুলো। মিডিয়াম লো আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখুন।
আধা ঘণ্টা পর ঢাকনা তুলে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে প্যানে নিয়ে চুলায় দিন।
স্বাদমতো চিনি দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে সামান্য ফুড কালার দিন। নামিয়ে ঠাণ্ডা করে সসের বোতলে সংরক্ষণ করুন মজাদার কাঁচা আমের সস।