ইরানে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে

0

লোকসমাজ ডেস্ক॥ ইরানে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কায়ানুশ জাহানপুর টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯১ এ। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা ইরানে। অবশ্য গত সপ্তাহ থেকে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। কায়ানুশ জাহানপুর জানিয়েছেন, ইরানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৬৪৬। এদের মধ্যে ২ হাজার ৮৯৯ জনের অবস্থা গুরুতর।