নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

নড়াইল অফিস ॥ নড়াইলে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ইয়াসিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডুমুরতলা বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।মৃত্যুবরণকারী ইয়াসিন ডুমুরতলা গ্রামের লুৎফর সিকদারের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ডুমুরতলা বিলে বোরো ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর অসুস্থ হন।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।