খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৮ জন পজিটিভ, ১ জনের মৃত্যু

0

খুলনা প্রতিনিধি॥ খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হল ১৩৬ জন। আর ৩ জনের মৃত্যু হলো। এ বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা এখনও করোনামুক্ত রয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, গত ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। ৭ এপ্রিল থেকে করোনা পরীক্ষা শুরু হয়। এরপর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে ১৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছে ৩ জনের। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এ বিভাগে ১৮ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে বাগেরহাটে ২ জন পজিটিভ শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। আর খুলনায় ১ জন, যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ২ জন ও চুয়াডাঙ্গায় ১ জন পজিটিভ রয়েছেন। পাশাপাশি এ ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩১৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ৪৫৭ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ জনকে।