কেশবপুরে ঘরবন্দি মানুষের দুর্ভোগের শেষ নেই, সরকারি সহায়তা অপ্রতুল

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে করোনার প্রভাবে গৃহবন্দি সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। সরকারি ভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় সামান্য। দিনমজুর, ভ্যানচালক, ইজিবাইকচালক, মাহেন্দ্রচালক, মোটরশ্রমিক, সেলুন দোকানি, চা বিক্রেতা থেকে শুরু করে মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। সরকারি ভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেকেই নাম না প্রকাশের শর্তে জানান, এভাবে আর এক মাস চলতে থাকলে আগামী দিনে উপজেলার কোনো চেয়ারম্যান মেম্বারকে জনগণের কাছে ভোট চাইতে যাওয়া লাগবে না। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা গেছে, চায়ের দোকানি ও সেলুন কাজের সাথে জড়িতদের অধিকাংশ জানান, তাদের নাম চৌকিদারে লিখে নিয়ে গেছে ২০ দিন আগে । কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো সহায়তা পাননি। কেশবপুরে এ পর্যন্ত ১১টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মাত্র ৩০ জন ব্যক্তি খাদ্য সহায়তার আওতায় এসেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, এ পর্যন্ত কেশবপুর উপজেলায় ১৪০ মেট্রিক টন জি আর চাল, ৫লাখ ৩২ হাজার জি আর ক্যাশ টাকা, ৯৫ হাজার টাকার শিশু খাদ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বিতরণ শেষ হলে মোট ১২১ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। খাদ্য সহায়তা হিসেবে চেয়ারম্যানরা এগুলো বুঝে নিচ্ছেন।