খাজুরায় তরুণ সমাজসেবক মাসুম রেজার ইফতার সামগ্রী বিতরণ

0

খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তরুণ সমাজ সেবক মাসুম রেজা খান। যশোরের খাজুরা এলাকার ৮টি গ্রামের ১০০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার স্থানীয় মথুরাপুর যুব সংঘের সদস্যদের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, ছোলা ও কোমল পানীয় উপকার। বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম রেজা খান বলেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মথুরাপুর যুব সংঘ। ভবিষ্যতেও মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদায় কাজ করে যাবে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাধন দত্ত, হাসান আলী, জসিম উদ্দীন ও নায়েব আলী।