চুয়াডাঙ্গা প্রেসকাব সদস্যদের পিপিই সরবরাহ করলো তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা প্রেসকাব সদস্যদের মধ্যে পিপিই সরবরাহ করলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিআইয়ের সহ-সভাপতি ও বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসকাব মিলনায়তনে পিপিই গুলো গ্রহন করেন কাব নেতৃবৃন্দ।
সিআইপি ও এনডিসি দিলীপ কুমার আগরওয়ালার দেয়া পিপিই গ্রহন করেন চুয়াডাঙ্গা প্রেসকাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক সরদার আল-আমিন, কাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এবং দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, কাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা কামাল উদ্দীন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক এবং প্রকাশক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আজাদ মালিতা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও কাবের নির্বাহী কমিটির সদস্য নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার ও কাব সদস্য ও জিটিভি এবং দৈনিক বণিক বার্তা ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি রিফাত রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু ও প্রকল্প পরিচালক নূর মোহাম্মদ।