রামপালে ব্যবসায়ীকে হুমকি ও জমি দখলের চেষ্টা

0

এম,এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও জীবনে শেষ করে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় বুধবার একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি করেন উপজেলার চাকশ্রী গ্রামের মৃত শেখ আহম্মদ আলীর পুত্র ব্যবসায়ী শেখ আবু সাইদ। অভিযোগে জানা গেছে, একই গ্রামের মৃত শেখ আঃ খালেকের পুত্র শেখ হেমায়েত, হেমায়েতের পুত্র শেখ মুরাদ, মৃত শওকাত আলীর পুত্র জাহাঙ্গীর শেখ অনেক পূর্বে থেকে জমিতে প্রবেশ করে মৎস্যঘের বেঁড়ী বাঁধ কেঁটে জমি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার ও বুধবার দুই দফা হামলা চালিয়ে ভাংচুর করে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।