কল-কারখানা খোলা কেন: মুফতি ফয়জুল করীম

0

লোকসমাজ ডেস্ক॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘করোনার কারণে মসজিদের পরিবর্তে মুসল্লিদের বাসাবাড়িতে নামাজ পড়তে বলা হয়েছে। জামাতে ৫ জন এবং জুমআয় ১০জনের অধিক মুসল্লি হতে পারবে না। করোনার কারণে মসজিদে এত বিধি-নিষেধ, তাহলে ১৮টি মন্ত্রণালয় ও দেশের শিল্প, কল-কারখানা খোলা কেন?’ বুধবার (২৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে শর্ত সাপেক্ষে মসজিদগুলোকে খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশেও শীর্ষ ওলামাদের মতামতের প্রতি সম্মান রেখে স্বাস্থ্যবিধি বজায় রেখে মসজিদগুলোকে খুলে দিতে হবে। যদি সবকিছু খুলে দিয়ে মসজিদগুলোকে বন্ধ রাখা হয়, তাহলে বুঝতে হবে এখানে ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র তা প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে হবে। কেননা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর ইসলামের নিয়ম মতে চলে। এখানে অন্যকোনও নিয়ম চলতে পারে না।’