স্কুল-কলেজে চলতি বছরের বেতন-ফি মওকুফের দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের বেতন-ফি মওকুফের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (২৯ এপ্রিল) সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ ও সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন আর্থিক সহযোগিতা, লকডাউন পরিস্থিতিতে ছাত্রদের বাড়ি ভাড়া-মেস ভাড়া মওকুফের লক্ষ্যে রাষ্ট্রীয় বরাদ্দ, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, লকডাউনের কবলে পড়ে দেশের শ্রমজীবী-নিম্নবিত্ত মানুষ না খেতে পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। ভালো নেই মধ্যবিত্ত পরিবারগুলো। যেসব ছেলেমেয়েরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বেশিরভাগই নিম্নমধ্যবিত্ত- মধ্যবিত্ত ঘরের সন্তান।বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট অংশ ঢাকা শহরে এসে টিউশন করে মেসে থেকে নিজেদের পড়ালেখার ব্যয়ভার বহন করে। অনেকে আবার টিউশন করে বাড়িতেও টাকা পাঠায়। হঠাৎ করে লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ছাত্রদের বিপাকে পড়তে হচ্ছে। যারা লকডাউনে বাড়ি যেতে পারেনি তারা একবেলা খেয়ে কখনোবা না খেয়ে বা কখনো মাজারে খেয়ে দিন পার করছে। সংগঠনের দাবি-লকডাউন চলা অবস্থায় ছাত্রদের বাড়ি ভাড়া মেস ভাড়া মওকুফ করতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের তালিকা করে তহবিল গঠন করে তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের এই বছরের বেতন-ফি মওকুফ করতে হবে। এত কিছু করা সম্ভব একমাত্র রাষ্ট্রীয় বরাদ্দ বাড়ানোর মধ্য দিয়ে। তাই দেশের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে রাষ্ট্রীয় উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।