করোনা মোকাবিলায় জাতীয় সমন্বয় কমিটি গড়ার দাবি ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নূরুল হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে আবারও করোনা সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দল, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, গবেষক, সামাজিক, সাংস্কৃতিক শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী জাতীয় সমন্বয় কমিটি গড়ে তোলার দাবি করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এখনো করোনা পরীক্ষা, চিকিৎসা ও নিরাময়ে অধিকাংশ জেলা ও গ্রামাঞ্চলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে ব্যাপকভাবে রোগী শনাক্ত হচ্ছে। চিকিৎসাক্ষেত্রে হতাশাজনক পরিস্থিতি ও সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠছে। চিকিৎসক, চিকিৎসা কর্মী ও চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি। সেনা মেডিকেল কোর’কে এ কাজে সম্পৃক্ত করার দাবিও উপেক্ষিত রয়েছে। এখনি পরিস্থিতি সামাল দিতে সেনা মেডিকেল কোর’কে সম্পৃক্ত করা ও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত পরীক্ষা নিশ্চিত করা জরুরি। গণস্বাস্থ্য সংস্থার কর্তৃক উদ্ভাবিত করোনা সনাক্তকরণ কিট নিয়ে দীর্ঘসূত্রিতা ও জটিলতা নিরসনের দাবি করছি। বিজ্ঞপ্তি