পাইকগাছায় মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন আর নেই

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন (৭০) আর নেই। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……রাজিউন)। তিনি উপজেলার শিলেমানপুর গ্রামের মৃত শেখ মোজাহার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। বেলা ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গাড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি (তদন্ত) আশরাফুল আলম সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন সাবেক ইউপি সদস্য ও পাইকগাছা আইনজীবী সহকারী সমিতির সদস্য ছিলেন। মৃত্যুর আগে মুক্তিযুদ্ধের উপরে “লড়াই করে বিজয় অর্জন” নামে একটি গ্রন্থ প্রকাশ করে।