পেঁপে চুরি ফাঁস করায় বন্ধুকে হত্যা !

0

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ নড়াইলের লোহাগড়ায় পুলিশ নিখোঁজের তিনদিন পর মুজাহিদ হোসেন (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত মুজাহিদ নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে। পেঁপেঁ চুরির ঘটনা ফাঁস করায় বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ ! পুলিশ সূত্রে জানা গেছে, শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে ভ্যান চালক মুজাহিদ হোসেন শেখ গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে সোমবার নিহতের পিতা বকুল শেখ লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নওখোলার মাঠে ধানক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতসন্দেহে নওখোলা গ্রামের নুর ইসলামের ছেলে এরশাদকে(১৮) আটক করা হয়েছে। নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালর মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের প্রাথমিক কারণ হিসাবে জানা গেছে, কিছুদিন আগে নিহত মুজাহিদ হোসেন তার বন্ধুদের সাথে গ্রামের একবাড়ির গাছ থেকে পেঁপেঁ চুরি করেছিল। পরবর্তীতে মুজাহিদ পেঁপেঁ চুরির বিষয়টি ফাঁস করে দেয়। একারনে বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।