যশোরের সেই আলোচিত লিপি চৌগাছায় ফেন্সিডিলসহ গ্রেফতার !

0

চৌগাছা (যশোর) সংবদদাতা॥ যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ লিপি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় তার নিকট থেকে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পৌর শহরের সিনেমা হল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ভাটা ব্যবসায় নজরুল ইসলাম ছেলে তরিকুল ইসলামের বাড়ী থেকে লিপিকে আটক করেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঐ বাড়ি থেকে তিনজন পুরুষ পালিয়ে যায়।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিপি যশোরের সেই আলেচিত মহিলা মাদক ব্যবসায়ী। সে চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের হানিফের মেয়ে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক তরিকুল ইসলাম,চৌগাছা বিশ্বাসপাড়ার হীরা ঝিনাউকুন্ড গ্রামের টিটোপালিয়ে যায়। তারা সকলে মিলে এ ফেন্সিডিল যশোরে পাঠানোর উদ্দেশ্যে প্যাকেট করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় অন্যরা বাড়ির ছাদ টপকে পালিয়ে যায় লিপিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য এই লিপি এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার সাথে এলাকায় এ চক্রটি মাদকের কারবার করে আসছিল। অতি সম্প্রতি যশোর কোতয়ালী পুলিশের হাতে ওয়াকিটকিসহ গ্রেফতার হয় লিপি। এই লিপি কখনো সাংবাদ কর্মী, কখনো সিআইডি পুলিশের সদস্য পরিচয়ে যশোর জেলাসহ বিভিন্ন উপজেলায় দাপিয়ে বেড়ায়। জেলার বিভিন্ন উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী চক্রের সাথে তার রয়েছে ব্যাপক সখ্যতা। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, লিপিসহ পলাতক তিনজনের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে। লিপির নামে যশোর কোতয়ালী থানায় আরো মামলা আছে।