যে কারণে প্রথম পুরস্কারটি নিজে নিতে পারেননি কঙ্গনা

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ‘বলিউড কুইন’। মঙ্গলবার গ্যাংস্টার সিনেমাটির মুক্তির ১৪ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কঙ্গনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য বিষয় নিয়ে একটি ভিডিও ক্লিপস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে তার টিম। এর ক্যাপশনে লিখেছে, ‘অভিনেত্রী-নির্মাতা কঙ্গনা রাণৌত ইন্ডাস্ট্রিতে ১৪ বছর পূর্ণ করলেন। তার এই মাইলফলক উপলক্ষে কিছু স্মরণীয় মুহূর্ত।’ প্রথম সিনেমাতেই অভিনয় দিয়ে দর্শক-সমালোচকদের মন জয় করেন এই অভিনেত্রী। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ডও জেতেন তিনি। কিন্তু নিজের হাতে পুরস্কারটি আর নেয়া হয়ে ওঠেনি। কারণ সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। আর এই অভিনেত্রীর সেখানে যাওয়া হয়নি।
এ প্রসঙ্গে কঙ্গনা রাণৌত বলেন, ‘মনোনয়ন পেয়েছি সে সম্পর্কে আমি জানতাম না। যখন আমার সিনেমার টিম সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়, আমার কাছে জানতে চায়, আমার যাওয়ার প্ল্যান কী? কিন্তু এ ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। কীভাবে যাব, কোথায় থাকব— জানতাম না। এমনকি লজ্জায় আমার ক্রুদের কাছ থেকে টিকিটের টাকাও চাইতে পারিনি। তাই আমার সুযোগটি হাত ছাড়া হয়ে যায়। পুরস্কার জেতার পর গ্যাংস্টার ও কুইন সিনেমার ডিওপি ববি সিং, যিনি এখন বেঁচে নেই, আমাকে ফোন করেন এবং জানান, তিনি আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন। আমি খুবই খুশি হয়েছিলাম এবং আমার অন্যতম পছন্দের মুহূর্ত এটি।’ দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কঙ্গনা। পাশাপাশি জিতে নিয়েছেন বেশ কিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে— পদ্মশ্রী, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড, স্ক্রিন, জি সিনে অ্যাওয়ার্ড, প্রডিউসার গিল্ড ইত্যাদি। মধুর ভান্ডারকরের ফ্যাশন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন কঙ্গনা। এরপর কুইন সিনেমার জন্য দ্বিতীয়টি ঝুলিতে ভরেন এই অভিনেত্রী। তানু ওয়েডস মানু রিটার্ন সিনেমার জন্য তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কঙ্গনা।