লকডাউন বটে!

0

লোকসমাজ ডেস্ক॥ কারাগারে করোনা সংক্রমণ প্রতিরোধে অনেক দেশই সাধারণ বন্দিদের সাময়িক মুক্তি দিয়েছে। যারা বিপজ্জনক বা সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত তাদেরকে কারাগারে সামাজিক দূরত্বে রাখা হচ্ছে। তবে ল্যাটিন আমেরিকার দেশ এল সালভেদেরের চিত্রটি পুরোই উল্টো। সোমবার দেশটির কারাগারে তল্লাশি অভিযান চালানোর সময় সব বন্দিকে অর্ধনগ্ন করে শরীরের সঙ্গে শরীর মিশিয়ে বসতে বাধ্য করা হয়।
রোববার দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ৬০ জন নিহত হয়। কর্তৃপক্ষের দাবি, কারাগারে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নেতাদের নির্দেশে এ সহিংসতার ঘটনা ঘটেছে। এরপরই প্রেসিডেন্ট নাইব বুকলে কারাগারে অভিযানের নির্দেশ দেন। কারাকক্ষগুলোতে তল্লাশি চালানোর সময় সব বন্দিকে কারাআঙ্গিনায় অর্ধনগ্ন করে একজনের গায়ের সঙ্গে লেপ্টে আরেকজনকে বসতে বাধ্য করা হয়। কয়েকটি কারাগারে বন্দিদের ২৪ ঘন্টার লকডাউন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নেতাদের নিঃসঙ্গ কারাবাসের নির্দেশ দেওয়া হয়। কারাপরিচালক ওসিরিস লুনা মেজা হুমকি দিয়ে বলেছেন, ‘কোনো কারাকক্ষে সূর্যের এক বিন্দু আলোও প্রবেশ করবে না।’