ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ‌্যমে ২৬ কোটি টাকার দুধ, ডিম বিক্রি

0

লোকসমাজ ডেস্ক॥ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে করোনা সংকটের মধ‌্যে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কেন্দ্রের মাধ্যমে সোমবার (২৭ এপ্রিল) একদিনে দেশের ৮টি বিভাগে খামারিদের উৎপাদিত ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪শ ৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি করা হয়েছে। এর মধ্যে ২৪ লাখ ১০ হাজার ৮শ ৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২শ ৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬শ ৬২টি পোল্ট্রি মুরগি বিক্রি করেছেন খামারিরা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।