৪ মে’র মধ্যে কন্টেইনার ডেলিভারি নিলে স্টোররেন্ট মওকুফ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরে মালবাহী কন্টেইনারের জট বেঁধেছে। যা নিয়ন্ত্রণ করা বন্দর কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না। এর মধ‌্যে প্রতিদিনই বন্দরে নতুন নতুন জাহাজ ভিড়ছে। ফলে কন্টেইনার জট তীব্র হচ্ছে। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ স্টোররেন্ট শতভাগ মওকুফের ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, যারা আগামী ৪ মে’র মধ্যে নিজ নিজ কন্টেইনার বন্দর থেকে ছাড় করাবেন শুধু তারাই এ সুযোগ পাবেন। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এর ট্রাফিক পরিচালকের কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই সময়ের মধ্যে কন্টেইনার খালাস নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।