শ্যামনগরে ঔষধের দোকান আগুনে পুড়ে ছাই

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে নকিপুর বাজারে মল্লিক ফার্মেসী নামীয় একটি এ্যালোপ্যাথিক ঔষধের দোকান ঘর আগুনে পুঁড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দোকানে আগুন লাগে। এ সময় পার্শ্ববর্তী দোকানীরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালিগঞ্জ অগ্নি নির্বাপক অফিসে ফোন দিলে অগ্নি নির্বাপক অফিসের এস,ও নাছির উদ্দীন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততনে যাবতীয় ঔষধ পুঁড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক অফিসের এস,ও নাছির উদ্দীন জানান, মশার কয়াল হতে আগুনের সুত্রপাত হয়েছে। দোকান মালিক আব্দুস সবুর জানান, মশার কয়াল জ্বালিয়ে ভুলে দোকান বন্ধ করে বাড়িতে যায়। এ ঘটনায় ১০ লাধিক টাকা ঔষধ পুঁড়ে গেছে বলে তিনি জানান।