চৌগাছায় ধানঝাড়া মেশিন চাপায় স্কুলছাত্র নিহত

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ধানঝাড়া মেশিনের নিচে চাপা পড়ে আব্দুল লতিফ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের দণি পাড়ায়। সে জাহাঙ্গীরপুর গ্রামের হাদিউজ্জামানের ছেলে ও মুক্তারপুর আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার শওকাতুল ইসলাম রিপন জানান নিহত আব্দুল লতিফ লেখাপড়ার
পাশাপাশি গ্রামের এক ব্যক্তির ধানঝাড়া মেশিনে কাজ করতো। সোমবার বিকেলে গ্রামের বুড়ির মাঠে ধান ঝাড়ার কাজ শেষে মেশিন নিয়ে বাড়ী ফিরছিল। সে চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে ধানঝাড়া মেশিন পাওয়ার টিলার দিয়ে টেনে নিয়ে আসছিল। এ সময় বাড়ির সামনে পৌছলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে যায়। এতে ধানঝাড়া মেশিন টেনে আনা পাওয়ার টিলারাি মেশিনটিসহ সড়কের পাশেই উল্টে যায়। এ সময় আব্দুল লতিফ মেশিনটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দশপাকিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।