নড়াইল জেলা লকডাউন

0

নড়াইল অফিস ॥ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে এক গনবিজ্ঞপ্তিতে জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আনজুমান আরা। সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জেলাব্যাপী লকডাউনের ঘোষনা দেয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাাসক আনজুমান আরা বলেন, নড়াইল জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিভিল সার্জন প্রেরিত ২৭ এপ্রিলের ৭৯৩ নং স্বারক পত্রের সুপারিশের আলোকে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন মোতাবেক নড়াইল জেলাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করা হলো। লকডাউন চলাকালীন এ জেলায় জনসাধারনের আগমন ও বহির্গমন নিষিদ্ধ থাকবে। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে।তবে, জরুরী পরিষেবায় নিয়োজিত যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে।লকডাউনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি (ডিসি) জানান।