যশোরে আরও চারজন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একদিন আগে আক্রান্ত এক রোগীর মা’ও রয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্ট থেকে চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন- যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের রাশেদুলের মা রাবেয়া বেগম। একদিন আগে রাশেদুলের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত অপর তিনজনের মধ্যে রয়েছে কেশবপুরের স্বাস্থ্যকর্মী ওহিদুজ্জামান সুমন, চৌগাছা মডেলপাড়ার রোকেয়া খাতুন ও শওকত আলম।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আটজন। তিনজন টিবি হাসপাতালে। তিনজন কেশবপুরে, একজন শার্শায় ও একজন মনিরামপুরে। গত ২৬ এপ্রিল ১৩১টি এবং ২৭ এপ্রিল ৩৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৭টি। এর মধ্যে ৩৮০টি নমুনা রিপোর্টে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও নয়জন স্বাস্থ্যকর্মী।