বৃটেন: নতুন ‘করোনা উপসর্গ’ নিয়ে আইসিইউতে ভর্তি শিশুরা, বাড়ছে উদ্বেগ

0

=লোকসমাজ ডেস্ক॥ বৃটেনে শিশুদের মধ্যে নতুন ধরনের গুরুতর প্রদাহজনক রোগ দেখা গেছে। এমন উপসর্গ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দলে দলে বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বাড়ছে। এ ব্যাপারে দেশটির জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) আওতাধীন সকল চিকিৎসককে জরুরি সতর্কতা পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, এটি করোনা ভাইরাস (কভিড-১৯) সংশ্লিষ্ট কোনো উপসর্গ। স্বাস্থ্য প্রধানরা চিকিৎসকদের পাঠানো এক সতর্কতায় বলেছেন, বৃটেনে শিশুদের মধ্যে কভিড-১৯ সংশ্লিষ্ট প্রদাহজনক একটি উপসর্গ দেখা দিচ্ছে। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। সতর্কতায় আরো বলা হয়, গত তিন সপ্তাহে সকল বয়সী শিশুদের মধ্যে ‘মাল্টি-সিস্টেম’ প্রদাহজনক উপসর্গ দেখা দিয়েছে। এ সংখ্যা দ্রুত হারে বাড়ছে।
অনেক শিশুকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়, সাধারণত কভিড-১৯ শিশুদের গুরুতরভাবে আক্রান্ত করে না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসে আক্রান্ত শিশুদের সংখ্যা অন্যান্য বয়সী মানুষের তুলনায় অত্যন্ত কম। আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা আরো কম। বিজ্ঞানীদের ধারণা, তরুণরা ভাইরাসটির কম ঝুঁকিতে আছে। কিন্তু সম্প্রতি বৃটিশ শিশুদের মধ্যে দেখা দেয়া নতুন এই উপসর্গ চিকিৎসক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি সকল বয়সী শিশুদের মধ্যে পেট ব্যথা ও গ্যাসজনিত উপসর্গ দেখা যাচ্ছে। এ থেকে বমি ও ডায়রিয়াও হচ্ছে। দ্য টেলিগ্রাফ অনুসারে, এটি কভিড-১৯ বা অন্যকোনো নতুন ভাইরাসের জন্য হয়ে থাকতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, নতুন এই উপসর্গগুলো কভিড-১৯ সংশ্লিষ্ট বলেই মনে করা হচ্ছে। তবে এরকম উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া অনেক শিশুকে পরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা আক্রান্ত নয়। এতে রোগটি নিয়ে জটিলতা বাড়ছে।