মা-বাবার কাণ্ডে হতবাক আলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের জেরে ভারতে চলছে লকডাউন। তারই জেরে সবাই এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে নিজেদের খাবার নিজেরাই বানাচ্ছেন বলিউড অভিনেত্রী তথা আলিয়া ভাটের মা সোনি রাজদান। শুধু নিজে রান্না করাই নয়, পরিচালক ও প্রযোজক স্বামী মহেশ ভাটকেও তিনি রান্না করা শেখাচ্ছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সোনি রাজদান। যেখানে তাকে স্বামী মহেশ ভাটের সঙ্গে মিলে রান্না করতে দেখা গেছে। যার ক্যাপশনে সোনি লিখেছেন, ‘রান্নার ক্লাস ভালোই চলছে। ভাবতেই পারি না, যে আমরা আদপে রান্না করতে পারি। কিছু লোকজন এটাকে নিয়ে টিকটক বানাতে চেযেছিল। আমি এক্কেবারে নিষেধ করে দিয়েছি।’
মা-বাবার রান্না করার সেই ভিডিও দেখে হতবাক অভিনেত্রী আলিয়া ভাট। ভিডিওর নিচে তাকেও কমেন্ট করতে দেখা গেছে। তার মা সোনি রাজদান অবশ্য লকডাউনের এই সময়টাতে বেশ কয়েকটি রান্নার ভিডিও পোস্ট করেছেন। যদিও সোনির বক্তব্য, তিনি বিশেষ কোনো রান্না করতে পারেন না।
এদিকে লকডাউনের কারণে বাবা-মায়ের কাছে আসতে পারছেন না আলিয়া ভাট ও শাহিন ভাট। তারা দুজনেই আলিয়ার কেনা নতুন বাড়িতে থাকেন। মহেশ ভাট আর সোনি রাজদান থাকেন তাদের পুরনো আস্তানায়। তবে আলিয়া ও শাহিনের দুই বাড়িতেই যাতায়াত রয়েছে। লকডাউনের কারণে সেটা আপাতত হচ্ছে না।