রূপচর্চায় আলুর ব্যবহার

0

লোকসমাজ ডেস্ক॥ আলুতে রয়েছে পটাসিয়াম ও ভিটামিনসহ বেশ কিছু উপকারী উপাদান যা ত্বক ও চুলের যত্নে অনন্য। এটি যেমন ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা, তেমনি চুল পড়া বন্ধ করতেও উপকারী। জেনে নিন রূপচর্চায় আলুর ব্যবহার।
ত্বকের যত্নে
আলু গোল গোল টুকরো করে কেটে নিন। এবার একটা নরম কাপড়ে মুড়ে চোখের নীচে রেখে দিন ২০ মিনিট। নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।
ত্বকের বলিরেখা কমাতে চাইলে আলুর পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
রোদে পোড়া দাগ দূর করে আলু বেশ কার্যকর। আলুর টুকরো, খোসা বা রস, যেকোনও কিছু লাগালেই উপকার পাবেন।
শুষ্ক ত্বকের যত্নে অর্ধেক আলু থেঁতো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন এটি।
চুলের যত্নে
কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। আলুর খোসা পানিতে ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে রেখে দিন। শ্যাম্পু করা শেষে পানিটুকু দিয়ে ধুয়ে নিন চুল।
আলু চুল পড়া কমায়। দুই চা চামচ আলুর রসের সঙ্গে দুই চা চামচ অ্যালোভেরা ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন এই হেয়ার প্যাক।