শার্শায় যুবদল নেতা লিটনের খাদ্যসামগ্রী বিতরণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শার্শা উপজেলায় করোনা ভাইরাসে গৃহবন্দি কর্মহীন অসহায় মানুষের জন্য দ্বিতীয় দিনের মত খাদ্য সমাগ্রী বিতরন করলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। উপজেলায় ৭ হাজার খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে দ্বিতীয় দিনে বাহাদুরপুর, পুটখালি ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি প্রতিনিধিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সকলের বাড়ি বাড়ি তা পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা আলহাজ নুরুজ্জামান লিটন , শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহির , উপজেলা যুবদলের সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাফাউদ্দিন খান , সাধারণ সম্পাদক মাস্টার সাহেব আলী প্রমুখ। আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুস্থ ও অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।