যশোর লকডাউন ঘোষণাকে স্বাগত জানালো ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী

0

যশোর জেলায় করোনায় ৩০ জন আক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসন যশোর জেলা লকডাউন ঘোষণা করায় স্বাগত জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সভাপতি কমরেড নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু এক বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত ৫ এপ্রিল আমরা ৫টি বাম সংগঠন এক সংবাদ সম্মেলন করে লকডাউন দাবি করেছিলাম। তবে যখন বিপদের ভয়াবহতা অনুধাবন করে লকডাউন ঘোষণা হয়েছে, তখন পরিপূর্ণ বাস্তবায়নের জন্য নিম্ন আয়ের মানুষের খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। একই সাথে নেতৃবৃন্দ বলেন, জেলার মাঠে মাঠে যে সোনালী ফসল ধান কাটার অপেক্ষায় রয়েছে, তা সরকারি খরচে কেঁটে দিতে হবে। বিজ্ঞপ্তি