শার্শায় আরও তিনজনসহ ৫ করোনা রোগী শনাক্ত

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ শার্শা উপজেলায় দুই স্বাস্থ্যকর্মীসহ তিনজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন, উপজেলার লক্ষণপুর কমিউনিটি সেন্টারের উপসহকারী মেডিকেল অফিসার মিনতি বড়াল (৩৫), তাঁর ছেলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এমটিল্যাব) হুমায়ুন কবির (৪২), গোগা বিলপাড়ার জাহাঙ্গীর হোসেন(৪৫) ও ভারত ফেরত পাসপোর্ট যাত্রী প্রকাশ কুমার(২০)। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ জানিয়েছেন,অসুস্থদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এদের মধ্যে শার্শায় আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে শার্শা উপজেলায় দ্বিতীয় বারের মত মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তদের এর মধ্যে স্বাস্থ্যকর্মী মিনতি বড়াল ও তাঁর ছেলে শার্শায় নিজ বাড়িতে, হুমায়ুন কবির উলাশী শ্বশুর বাড়িতে, জাহাঙ্গীর হোসেন বিলপাড়া নানা বাড়িতে ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী প্রশাস্ত নাভারণ হাসপাতলের আইসোলেশনে রয়েছেন।
সূত্রে জানা গেছে, নতুন করেনায় আক্রান্ত স্বাস্থ্যকর্র্মী হুমাউন কবির গত ২৪ এপ্রিল হাসপাতালে ডিউটি করেছেন। উলাশীতে তার পরিবারের সাথে থেকেছেন। শুক্রবার উলাশী মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন। যে কারণে তার থেকে কী পরিমাণ মানুষের সংস্পর্শ হয়েছে, তা নিয়ে নাভারণ হাসপাতাল ও উলাশী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ জানান, এখনও সময় থাকতে খেয়ে না খেয়ে ঘরে থাকলে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, করোনা থেকে মুক্তি পেতে ঘরে থাকার বিকল্প নেই।