যশোরের পল্লীতে হামলা ও জখমের ঘটনায় মামলা দায়ের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন জখমের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার কোতয়ালি থানা মামলাটি করেন ওই গ্রামের হারুন আর রশিদের ছেলে মাহবুর রহমান (২৪)।আসামিরা হলেন-নওদা গ্রামের পূর্বপাড়ার লুৎফর রহমানের চার ছেলে শরিফুল ইসলাম (২৯), ইনামুল ইসলাম (৪৫), কামরুল হোসেন (৩৮) ও জামিরুল বিশ্বাস (৩৪), মৃত নাসির বিশ্বাসের ছেলে ইজাহার রহমান (৪৫), তার ছেলে সুমন হোসেন (৩০) এবং লিয়াকত হোসেনের ছেলে জুয়েল হোসেন (৪২)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে মাহবুর রহমানের পরিবারের সদস্যের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আসামিরা তার পরিবারের সদস্যকে অনেক দিন ধরে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। সেই সূত্রে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় আসামিরা দল বেঁধে বাড়ির মধ্যে ঢোকে। সে সময় তার পিতা ও চাচা আব্দার মোল্লা বাধা দিলে তাদের মারপিটে জখম করে। ঠেকাতে গেলে তার আরেক চাচা হুমায়ুন কবিরের মাথায় কোপ মারে। তিনি ঠেকাতে গেলে ধারালো দা হাতে লেগে আঙ্গুল কেটে পড়ে যায়। এ সুযোগে আব্দুর রহমানের কাছে থাকা গরু বিক্রির ৫৭ হাজার টাকা কেড়ে নেয় আসামিরা। সে সময় তার চাচি রশিদা বেগম ও চাচাতো ভাই জিল্লুর রহমান এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিটে জখম করা হয়। তারা বাড়ির মধ্যে ঢুকে সকল মালামাল তছনছ করে। পরনের কাপড় টেনে হিচড়ে শ্লীলতাহানি ঘটয়। পরে ফের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ৫/৬ জন আহত হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে গুরুতর আহত হুমায়ুন কবির কিছুটা সুস্থ হওয়ার পর কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়। পুলিশ অভিযোগের তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় তা এজাহার হিসেবে গত শুক্রবার রাতে রেকর্ড করেছে।