চৌগাছায় গরীব ৬শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক-সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে গরীব প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবক ও কর্মবিমুখ ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সাবান ও তেল। বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায় তার নিজের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মাস্টার ফারুক হোসেন ও মাস্টার জামাল হোসেন প্রমুখ।