করোনাজয়ী মনামীর সঙ্গে অন্তরঙ্গ মিমি! চোখ রাখুন!

0

লোকসমাজ ডেস্ক॥ স্কটল্যান্ড থেকে রাজ্যে ফেরেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টের ওই ছাত্রী। গলা ব্যথা থাকায় সচেতনতার পরিচয় দিয়ে নিজে থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন হাবড়ার বাসিন্দা ওই তরুণী।
করোনাভাইরাসের মহামারীর দাপটে বিদ্ধ গোটা বিশ্ব। ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে কোভিড ১৯ ভাইরাস। রোগের লক্ষণ থেকে সুস্থ হয়ে ওঠার কৌশল– নানা কিছু নিয়েই নানা ধারণা তৈরি হয়েছে মানুষের মনে। তবে করোনাকে জয় করেছেন এমন মানুষের সঙ্গে কথা বলতে পারলে অনেকটাই পরিষ্কার হতে পারে করোনা-যুদ্ধের পটভূমি।
তেমনই এক প্রয়াস নিয়ে এবার সরাসরি এক করোনাজয়ীর সঙ্গে কথা বলতে চলেছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ, যাদবপুরের মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন সেই কথা। কলকাতার মেয়ে মনামি বিশ্বাসের সঙ্গে রবিবার লাইভ আড্ডা দেবেন মিমি। নেবেন করোনাজয়ী মনামীর সাক্ষাৎকার।
স্কটল্যান্ড থেকে কলকাতা ফিরে অসুস্থ হন মনামী। ভরতি করতে হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত করোনার সঙ্গে তাঁর যে লড়াই সেই সব অভিজ্ঞতাই লাইভে জানাবেন মনামী। সঙ্গী মিমি।
নভেল করোনাভাইরাস ঘিরে আতঙ্কের পরিবেশ গোটা দেশেই। এর মধ্যেই কিছুটা আশার আলো দেখাচ্ছে প্লাজমা চিকিৎসার (Plasma Therapy) ফল। পথ দেখিয়েছিল কেরালা। সেই পথে হেঁটে সম্প্রতি করোনা রোগীদের শরীরে প্লাজমা থেরাপি করে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে দিল্লিও। এবার একই পথে হাঁটবে বাংলাও। আগামী সপ্তাহ থেকেই এই বিষয়ে পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা করবে CSIR-IICB।