দলের লোকের পেট ভরাতে চুরির সুযোগ : রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ সরকার নিজের দলের লোকদের পেট ভরানোর জন্য চুরির সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সূত্রাপুরের রায়সা বাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘এটা কি একটা জনকল্যাণমূলক সরকারের চরিত্র? সরকার তো এই মুহূর্তে এমনভাবে নামবে যে প্রতিটা মানুষ যাতে কিছু পায়, প্রতিটা মানুষ যাতে পেট ভরে খায়। তা না করে আজকে তাদের লোকদের পেট ভরানোর জন্য নানা কায়দায় চুরি করার সুযোগ করে দিচ্ছে।’ করোনায় প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন মৃত্যুর খবর পাচ্ছি। এর সাথে আরেকটি যেটা হচ্ছে, না খেয়েও মানুষ মারা যাচ্ছে। কারণ, কর্মহীন মানুষ, দিন আনে দিন খায় যারা, তাদের কোনো কাজ নেই।’ বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘যখন বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেটের পয়সা দিয়ে চাল-ডাল কিনে অসহায় মানুষদের দিচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি, যারা ক্ষমতাসীন, তাদের খাটের নিচ থেকে তেল বের হচ্ছে, গর্তের ভেতর থেকে তেল বের হচ্ছে।’ সূত্রাপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।