চৌগাছার মারা যাওয়া সেই বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন না

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রেজাউল ইসলাম রিজা (৬৫) করোনা রোগী না। শুক্রবার ভোরে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা পরীার জন্য পাঠানো হয়। শনিবার ওই বৃদ্ধের নমুনায় করোনা নেগেটিভ আসে। তবে তার সং¯পর্শে আসা ও হাসপাতালে নিয়ে যাওয়া দুই নারী ও এক পুরুষকে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।
বৃহ¯পতিবার রাতে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে চৌগাছা হাসপাতালে আসেন। করোনা রোগী সন্দেহে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। ঐ রাতেই তাকে ভর্তি করে আইসোলেশনে ইউনিটে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ মৃতের ও তার সাথে থাকা দুই নারী ও এক পুরুষের নমুনা সংগ্রহ করে যবিপ্রবির জিনোম সেন্টারে পরীক্ষার জন্য পাঠান। শুক্রবার বিকেলে ওই বৃদ্ধের মৃতদেহ পরিবারের নিকট দেওয়া হয় এবং স্বল্প পরিসরে জানাজা শেষে দ্রুত দাফন করতে নির্দেশনা দেয়া হয়। এদিন বিকেল পাঁচটায় পরিবারের পাঁচ ব্যক্তিকে নিয়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের নমুনা নেগেটিভ এসেছে। তবে তার সং¯পর্শে আসা তিনজনকে কোয়ারেন্টিনে থাকতে হবে।