পাইকগাছায় শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

0

জি,এম, মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের কেয়ারের রাস্তারের পাশে অবস্থিত ২০/২৫ বছর পূর্বের একটি শিরিস গাছ খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রথীন্দ্রনাথ সরদার কেটে নেয়। এ নিয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি আপাতত গাছটি বন্ধের কথা বললে শিক্ষক রথীন্দ্রনাথ গাছটি কেটে ফেলে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বলেন, স্থানীয়ভাবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আপাতত বন্ধের জন্য বলা হলেও তারা গুরুত্ব না দেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার এখতিয়ার কারোর নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, এখনও আমার দপ্তরে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক রথীন্দ্রনাথ সরদার বলেন, গাছটি রাস্তার পাশে হলেও আমি লাগিয়েছি। এ রাস্তার পাশে আরো অনেক গাছ, অনেকেই কেটে নিয়েছে সে ব্যাপারে কেউ বাঁধা না দিলেও, আমি এ ঘটনায় অবাক হয়েছি।