যশোর শহরের পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মাইকপট্টি এবং আর এন রোডে শুক্রবার অভিযান চালিয়ে ৫টি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে জরিমানা করা হয়। পেশকার নাজমুল হুসাইন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাইকপট্টিতে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান সরকারি নির্দেশনা অমান্য করে ৩টি ইলেক্টনিক্সের দোকান খোলা রয়েছে। এ অপরাধে আদালত ৩ দোকান মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা করেন। পরে একই ভ্রাম্যমাণ আদালত আর এন রোডে অভিযান চালান। এ সময় সেখানে দুটি বাইসাইকেল পার্টস ও মোটরসাইকেলের হেলমেটের দোকান খোলা পাওয়া যায়। এ অপরাধে আদালত ওই দুটি দোকানে ২ হাজার টাকা জরিমানা করেন।