কচুয়ায় গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার বিতরন

0

কচুয়া(বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার পৌছে দিচ্ছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শুক্রবার সকাল থেকে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের ৫২৫ জন গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার পৌছে দেয়া হয়। সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষে বৈরি আবহাওয়ার মধ্যে গ্রাম পর্যায়ে ঘুড়ে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার পৌছে দিচ্ছেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,জেলা যুব মহিলালীগের আহবায়ক এ্যাড.লুনা সিদ্দিকী, বাগেরহাট পৌর যুব মহিলালীগের সদস্য সচিব সাদিয়া আফরোজ,জেলা যুবমহিলালীগের সদস্য তাসলিমা তাসমিন। প্রতিটি পরিবারকে ডিম-২৪টি ,দুধ,আলু,রান্নার তেল,ডাল,খেজুর,কালিজিরা দেয়া হয়। এদিকে সংসদ সদস্য শেখ তন্ময় এর এই ব্যাতিক্রমী উদ্যোগে উপকারভোগী সহ সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন,এটা সময় উপযোগী পদক্ষেপ, যখন মানুষ পরিবারের আহার উপার্যন নিয়ে হতাশায় রয়েছেে তেমনি মুহুর্তে এমপির এ পদক্ষেপ প্রশংসার দাবী রাখে। তিনি শুধু গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার দিলেন না,আগামী প্রজন্মের জন্য পুষ্টির চাহিদা মেটানোর চেষ্ঠা করেছেন।