কোভিড নাইন্টিন মোকাবেলায় গোয়েন্দা নজরদারি প্রযুক্তি ব্যবহার করবে পাকিস্তান

0

লোকসমাজ ডেস্ক॥ কোভিড নাইন্টিনের বিস্তার ঠেকাতে এবার গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করবে পাকিস্তান। এক ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এরইমধ্যে নাজুক অর্থনীতিকে বাঁচাতে চালু হতে যাচ্ছে দেশটির ব্যবসাগুলো। এমন সময় যাতে কোভিড নাইন্টিন আরো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু না করে তা নিশ্চিত করতেই এই নতুন গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করা হবে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই প্রযুক্তি রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে। এর মাধ্যমে কোভিড নাইন্টিনে আক্রান্ত ব্যক্তির চলাচল শনাক্ত করা যাবে। এটি মূলত ব্যবহার করা হতো জঙ্গিবাদের বিরুদ্ধে।
তবে এখন এটিকে মহামারি নিয়ন্ত্রণে ব্যবহারের চেষ্টা করবে দেশটি।
এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেকেই জানিয়েছিল, পাকিস্তান তার জনগণের প্রাইভেসি নষ্ট করে নজরদারি কার্যক্রম চালিয়ে আসছে। এসব কার্যক্রমের প্রধান টার্গেট রাষ্ট্রটির মানবাধিকার কর্মীরা। তবে সে সময় এই ‘ট্র্যাক এন্ড ট্রেস’ প্রযুক্তি থাকার কথা অস্বীকার করেছিল দেশটি। তবে এবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই এটি ব্যবহারের কথা জানালেন। বলেন, ট্র্যাক এন্ড ট্রেস হচ্ছে এই মহামারির মধ্যে সবকিছু চালু করার একমাত্র সমাধান।
উল্লেখ্য, পাকিস্তানে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১১৫ জন। প্রাণ হারিয়েছেন ২৩৭ জন।