আইএফসির সংলাপ করোনা পরবর্তীতে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে হবে

0

লোকসমাজ ডেস্ক॥ কভিড-১৯ পরবর্তী সংকট থেকে উত্তোরণে বাংলাদেশকে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে হবে বলে মনে করেন পোশাক খাতের বৈশ্বিক অংশীদাররা। এজন্য সংলাপের মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতাসহ শক্তিশালী অংশিদারিত্ব গড়ে তোলার বিষয়ে এক মত হয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক অংশিজনেরা।
করোনা উত্তর বাংলাদেশের পোশাক খাতের পুনরুদ্ধার-নামে ভার্চুয়াল এই সংলাপের আয়োজন করেছে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন (আইএফসি)। সংলাপে ৪০টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের প্রতিনিধি, তৈরি পোশাকের আর্ন্তজাতিক ক্রেতা এবং ব্র্যান্ড, শিল্পোদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। গত বৃহস্পতিবার ঢাকায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
আলোচকরা মনে করেন, বাংলাদেশের পোশাক খাতের জন্য বাজার এবং পণ্যের বৈচিত্র্যের সঙ্গে কাঠামোগত পরিবর্তনও প্রয়োজন। বিনিয়োগের জন্য সহজে অর্থ প্রাপ্তি এবং শিল্পকে টেকসই করার বিষয়ে আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
সংলাপে বলা হয়, করোনার বৈশ্বিক সংক্রমণে বাংলাদেশের পোশাক খাত বড় ধরনের সংটের মুখে পড়েছে। ৩ শমিক ২ বিলিয়ন ডলার মূল্যের পোশাক পণ্যের রপ্তানি আশে বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে এক হাজার ১৪৪টি কারখানার ২০ লাখ ৩০ হাজার শ্রমিকের জীবীকা সংকটে পড়েছে। প্রায় এক মাসের মতো বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদানের কথাও তুলে ধরা হয় সংলাপে।
সংলাপে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, করোনাভাইরাসের অভিঘাত থেকে শিল্পকে সুরক্ষা এবং এগিয়ে যেতে হলে অবশ্যই সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এ মুহুর্তে কেবল এক সঙ্গে চলার মাধ্যমেই আগামীর পুনরুদ্ধার সম্ভব।
ঢাকায় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, সুইডেনের রাষ্ট্রদুতসহ বিভিন্ন দেশের হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তা, ব্র্যান্ড প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।