গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ বাগেরহাটে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ ‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গিকার’ এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে প্রায় ২ হাজার গর্ভবতী (সন্তান সম্ভ্যবা) মায়েদের পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকার মায়েদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব অ্যাড. চয়ন, এইচএম শাহিন মিয়া, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মায়েদের জন্য এক মাসের পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ২ ডজন ডিম, কালোজিরা, মাদার হরলিক্স, গুঁড়োদুধ, ডাল ও আলু। এদিকে করোনা পরিস্থিতিতে পুষ্টিকর খাদ্যসামগ্রী পেয়ে খুশি গর্ভবর্তী মায়েরা।