নড়াইলে মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

0

নড়াইল অফিস ॥ নড়াইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পবকার হয়ে পড়া মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনালে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায়,নড়াইল পৌরসভার ১নং প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুন্ডু উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান নড়াইল পৌরসভার কুড়িগ্রাম-ভওয়াখালী এলাকার কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে ১০টাকা কেজি দরের চাল প্রাপ্তির কার্ড পৌঁছে দেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়,বিশেষ ওএমএস’র আওতায় নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩হাজার ৬শ পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। প্রতি পরিবার ১০টাকা কেজি দরে মাসে ২০ কেজি করে চাল পাবেন।