৫ মে পর্যন্ত সাধারণ ছু্টি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

0

লোকসমাজ ডেস্ক॥ এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫ মে পর্যন্ত সাধারণ ছু্টি বর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বারিত এই প্রজ্ঞাপন জারি হয়। সেখানে বলা হয়, জরুরি সেবা ও সকল প্রকার পণ্য পরিবহনে নিয়োজিত অফিস, কর্মীগণ ও যানবাহন এই সাধারণ ছুটির বাইরে থাকবেন। আরও জানানো হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। এ ছাড়া অন্য একটি বিজ্ঞপ্তিতে ২৬ থেকে ৩০ এপ্রিল ও ৩ থেকে ৫ মে পর্যন্ত ঢাকাসহ সকল বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কিছু মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্ত অফিসসমূহ সীমিত পরিসরে খোলা রাখার অনুরোধ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল সরকার। প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।