সকল ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ান: মঞ্জু

0

খুলনা প্রতিনিধি॥ এগিয়ে আসুন ক্ষুধার্ত মানুষের সেবায়। করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর হাত থেকে বিশ্বের অধিকাংশ গ্রাম ও শহর মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। পৃথিবী যেন হঠাৎ করেই বদলে গেছে। আমরা দেখতে পাচ্ছি ক্ষুধার্ত মানুষের একমাত্র বিএনপি নেতা-কর্মিরা নিজেদের অর্থ দিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। বর্তমান সময়ে সরকার জনগণের সাহায্যে এগিয়ে আসবে না, চাল, ডাল, তেল চোরদের ধরার কাজে ব্যস্ত থাকবে। সমাজে এই দুর্যোগময় মুহুর্তে যারা এসকল অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ সরকারের সময় দলীয় লোকরা কি না চুরি করছে। লুটেরা সব কিছু লুট করে নিচ্ছে, যেমন নিয়েছে জনগণের গণতান্তিক ভোট। সেটি নিয়েছে গভীর রাতে। এই মহাদুর্যোগের সময় জনগণের পাশে থাকুন। তাদের সাহায্যে করে প্রমাণ করুন, আমরা জনগণের সেবক। আর মাত্র একদিন পরে পবিত্র মাহে রমজান। কিন্তু হতদরিদ্র খেটে খাওয়া মানুষের ঘরে খাবার নেই। সমাজের এই শ্রেণির মানুষগুলো কি দিয়ে সেহরী ও ইফতার করবে তার ব্যবস্থা নেই। আসুন আমরা সকলে মিলে প্রতিদিন সমাজের এসকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সকল ভেদাভেদ ভুলে, হাতে হাত রেখে সাহায্য করি।
বৃহস্পতিবার দুপুরে মহানগর মৎসজীবী দল ও খুলনা আন্তঃজেলা বাস দোকান সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি মানুষের মাঝে ত্রাণ ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, মেহেদী হাসান সোহাগ, ইকবাল হোসেন, সাইফুল মল্লিক, মুশফিকুর রহমান অভি, সিরাজুল ইসলাম, মারুফ হোসেন, রিয়াজুল কবির, আব্দুল হাকিম, সিরাজ হাওলাদার. ফরিদ শেখ, মোহর আলি, আনিসুর রহমান, আসাদুর রহমান সানা, মো. হারুন, জামাল হোসেন, ওলি, উজ্জ্বল গাজী, আবু মুন্সি, সুলতান সরদার, সাবিনা ইয়াসমিন, জেসমিন, লিজা প্রমুখ।